Header A

পৃথ্বীরাজ অভিনীত থ্রিলার মুভি মেগা সাজেশন লিস্ট



পৃথ্বীরাজ




পৃথ্বীরাজ থ্রিলার কিং হিসেবে পরিচিত আমরা অনেকেই জানি। আজকের এই মেগা পোস্টে হাজির হলাম পৃথ্বীরাজ অভিনীত খুব ভালো মানের কিছু থ্রিলার মুভির সাজেশন নিয়ে।
পৃথ্বীরাজ পরিচয়ে মালায়ালাম অভিনেতা। কিন্তু সিনে-পাড়ায় তার আরেক নাম আছে দূর্দান্ত সব থ্রিলার মুভির রাজা হিসেবে। কেননা পৃথ্বীরাজের থ্রিলার মানেই অসাধারণ এক মুভি।
আসুন জেনে নেই এমন কিছু থ্রিলার মুভির কথন।
--------------------------------------------------------------------------------------------
  • (১) Classmates(২০০৬):-
ক্লাসমেট দের পূর্ণমিলনী হঠাৎ সেখানে আক্রমণ হয় তাদের ই এক ক্লাসমেটের উপর। মরণাপন্ন অবস্থা হয়ে উঠে তাদের সে ক্লাসমেটের। তখন হঠাৎ উদয় হয় বিগত হয়ে যাওয়া তাদের ক্লাসমেটের হত্যার রহস্য।
দূর্দান্ত থ্রিলার মুভি, মাস্ট-ওয়াচ প্রত্যেকের জন্য।
বাংলা সাবটাইটেল লিনক:-
https://subscene.com/subtitles/classmates/bengali/1500386
  • (২) Ayalum Njanum Thammil(২০১২)
মুভিটি মূলত ড্রামাভিত্তিক হলেও পরিবেশন টা থ্রিলার আঙ্গিকে করা হয়েছে। এলাকার সু-পরিচিত ডাক্তারের হাতে এক শিশুর তার বাবার অমতে অপারেশনে মৃত্যুর বদৌলতে সেখানে উঠে আসে অজানা রহস্য। সেই ডাক্তার নাকি আদতে ভাল ডাক্তার নয়!!!!!
দূর্দান্ত এক সিনেমা, সবার জন্য মাস্ট-ওয়াচ।
বাংলা সাবটাইটেল লিনক:-
https://subscene.com/…/ayalum-njanum-thammil/bengali/1482267
  • (৩) Mumbai Police(২০১৩)
মুম্বাই তে কেরালার কিছু পুলিশ কে কেন্দ্র করে সিনেমা। এটি পুলিশি মুভি বলে মাসালা মুভি ভেবে ভুল ভাবিয়েন না। কেননা এই সিনেমায় রয়েছে পরতে পরতে সাসপেন্স। হঠাৎ এক পুলিশের হত্যায় পরিস্থিতি আরো গম্ভীর হয়ে যায়।
মাস্টারপিস মানের সিনেমা।
বাংলা সাবটাইটেল লিনক:-
https://subscene.com/subtitles/mumbai-police/bengali/1363735
  • (৪) Memories(২০১৩)
স্ত্রী-সন্তান হারিয়ে গোয়েন্দা পুলিশ অফিসার অবসর নিয়ে নেয়। নিজেকে ঠেলে দেয় নেশার জগতে। কিন্তু হঠাৎ অদ্ভুত এক হত্যার রহস্য তার সামনে এসে দাঁড়ায়। প্রথমে রাজি নাহলেও পরে এই কেসে জড়িয়ে যান এই অবসরপ্রাপ্ত অফিসার। আকস্মিক ভাবে হত্যাযজ্ঞের এই খেলা চলতে থাকে। মূল হত্যাকারী কে??? এই রহস্যের জাল থেকে বের হয়ে অবসরপ্রাপ্ত অফিসার কি পারবেন পুলিশের এই কেসে সাহায্য করতে???
মাস্টারপিস মানের সিনেমা।
বাংলা সাবটাইটেল লিনক:-
https://subscene.com/subtitles/memories-2013/bengali/1377668
  • (৫) 7th day(২০১৪)
এক পুলিশ অফিসার রাতের আঁধারে তার একাকিত্ত্ব নিয়ে চলছে। হঠাৎ করে এক ছেলের গল্পে জড়িয়ে যায়। ঘটনাচক্রে জানা যায়, তার ই এক বন্ধুর হত্যা হয়েছে নাটকীয় ভাবে।
দূর্দান্ত থ্রিলার মুভি, মুভি শেষ অবধি আপনার হতবাক ভঙ্গি চেহারায় লেগে থাকবে।
বাংলা সাবটাইটেল লিনক:-
https://subscene.com/subtitles/7th-day/bengali/1379287
  • (৬) Sapthamashree Thaskaraha(২০১৪)
জেলে পরিচিত হয় ৭ জন ভিন্ন ভিন্ন বয়সের বিভিন্ন পেশার মানুষের সাথে। তাদের সবার শত্রু একজন। এলাকার প্রভাবশালী একজন ব্যবসায়ী। তারা চিন্তা করে তারা জেল থেকে বের হলে তার অর্থসাৎ করে জীবনে স্বচ্ছলতা নিয়ে আসবে।
চরম মজার সিনেমা। থ্রিলার আঙ্গিকে পরিবেশন আপনাকে মজা দিবে।
বাংলা সাবটাইটেল লিনক:-
https://subscene.com/…/sapthamashree-thaska…/bengali/1589955
  • (৭) Oozham(২০১৬)
রিভেঞ্জের রঙ রক্তিম লাল। পরিচিত গল্প, তবে পরিবেশন একেবারে ইউনিক।
রিভেঞ্জ থ্রিলার এই মুভিটি সবার খুব ভাল লাগবে।
বাংলা সাবটাইটেল লিনক:-
https://subscene.com/subtitles/oozham-2016/bengali/1467499
  • (৮) Ezra(২০১৬):-
হরোর থ্রিলার জনরার সাউথ ইন্ড্রাস্টি অন্যতম অসাধারণ এক সিনেমা এটি। সিনেমার প্রতিটি সিক্যুয়েন্স আপনাকে ভয়ার্ত ভাব এনে দিবে। সাথে সিনেমার রক্তহিম করা বিজিএম সবার লোম খাঁড়া করে দিবে হরোর আভায়।
গল্প খুব বেশি ইউনিক নাহলেও মুভির পরিবেশন অসাধারণ মুগ্ধতা নিয়ে আসবে আপনার মনে।
মাস্ট-ওয়াচ সিনেমা।
বাংলা সাবটাইটেল লিনক:-
https://subscene.com/subtitles/ezra/bengali/1541842
--------------------------------------------------------------------------------------------
পৃথ্বীরাজ ভবিষ্যতেও আমাদের অসাধারণ থ্রিলার মুভি উপহার দিবে, সেই প্রত্যাশা করছি।
সিনেমাগুলো দেখা হলে ফিডব্যাক জানাতে ভুলিয়েন না।

(13/09/2017)

Post Credit

Rakibul Hasan Rakib

Facebook-- 
https://www.facebook.com/shomaptis?fref=gs&dti=144315692338653&hc_location=group_dialog





No comments

Powered by Blogger.