Header A

DABBE SERIES (Horror) All Part review and download link with subtitle

DABBE SERIES (ডাব্বি সিরিজ)
***********D@bbe (ডাব্বি) সিরিজ***********
(দুর্বল চিত্তের কারও এই পোস্টে প্রবেশ নিষেধ)
'D@bbe' এমন একটা মুভি যেখানে কোন ধরনের অস্বাভাবিকতাকে বিন্দুমাত্র ঠাই দেয়া হয়নি। সম্পূর্ণ রিয়েলিটির উপর বেইজ করে মুভিটা বানানো। সেজন্য এখানে আনরিয়েল বিকটদর্শন কোন কিছুর দেখা পাবেন না তবে যেসব জিনিসের দেখা পাবেন, মনে- প্রানে কখনই সেসব জিনিসের সাক্ষাৎ আপনি পেতে চাইবেন না। নিশ্চয়ই বুঝতে পারছেন কিসের কথা বলছি? হ্যাঁ, জিন সম্প্রদায়। বান- মারা, তাবিজ করা থেকে শুরু করে ব্ল্যাক- ম্যাজিকের সমস্ত প্রকার অতিমানবিক ব্যাপার এবং এ কাজে ব্যবহৃত জিনিষপত্রের বাস্তব দেখা পাওয়া যাবে এই মুভিটিতে। 'Found Footage' স্টাইলে নির্মিত এই মুভিটির মেকিং, স্টোরি, ক্যামেরার কাজ বিশেষ করে সাউন্ড- ইফেক্ট আর ভিজুয়াল- ইফেক্ট এতোটাই অসাধারন আর শক্তিশালী ছিলো যে হলিউডের সেরা কিছু হরর মুভিও এটার সামনে নস্যি মনে হয়েছে। জিন সম্প্রদায় কারা, কোরআনে তাদের ব্যাপারে কি বলা হয়েছে, খারাপ জিন কতোটা শক্তিশালী ও ভয়ানক হতে পারে, কিভাবে তারা মানুষের ভিতরে ঢুকে প্রভাব বিস্তার করে ফেলতে পারে এ ধরনের চিরাচরিত অনেক প্রশ্ন এবং সেগুলোর উত্তর উঠে এসেছে এই মুভিতে। মডার্ন সাইন্স আর জিন (গুপ্ত) সম্প্রদায়ের মধ্যকার যে কন্ট্রাডিকশন- সে ব্যাপারগুলোও বেশ কিছু জায়গায় ফোকাস করা হয়েছে। মুভিটায় এমন কিছু শট রয়েছে যেখানে সরাসরি মূল দৃশ্যগুলোর উপর ফোকাস করা হয়নি। আপনার চোখ রাখতে হবে পুরো স্ক্রিনে এবং তাহলেই আপনি বুঝতে পারবেন 'something wrong is happening around'
*** সারা বিশ্বে বেশ কিছু নিষিদ্ধ- ঘোষিত গুপ্ত সংগঠন রয়েছে যারা এখনও ব্ল্যাক- ম্যাজিক বা ডাইনীবিদ্যার চর্চা করে যাচ্ছে। সাধারন মানুষের পাশে থেকেই প্রয়োগ করে যাচ্ছে তাদের ভয়াবহ কালো শক্তি, ব্যবহার করছে বিভিন্ন ধরনের গুপ্ত কোড যা সাধারন মানুষের ধারনারও বাইরে। আর এই সমস্ত ব্যপারগুলো 'Hasan' চমৎকার দক্ষতার সাথে তুলে ধরেছেন এই মুভিতে। কিছু জায়গায় ফাঁসও করে দিয়েছেন সেসমস্ত শয়তানি কোড। ব্ল্যাক ম্যাজিক বা জিন জাতির ব্যাপারে যাদের স্টাডি আছে তারা বিস্ময় প্রকাশ না করে পারবেন না, কারন মুভিটির অনেক কিছুই মিলে যাবে তাদের স্টাডির সাথে ***
*** মুভি দেখার পূর্বে যা না বললেই নয়ঃ ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলবো- লাইফে অনেক হরর মুভি দেখেছি। এই মুভিটা দেখে যে ধরনের ভয় বা অস্বস্তি Feel করেছি সেটা এখন পর্যন্ত অন্য কোন মুভি দেখে হয়নি। অ্যারাবিক শব্দ সম্বলিত মিউজিক, আর আবছা আলোয় জিনের উপস্থিতি- আপনার ইন্দ্রিয়কে এমনভাবে নারা দেবে- যে নারা সচরাচর আপনি পেয়ে অভ্যাস্ত নন। প্রচলিত ভূত- প্রেত, আত্মার মুভি দেখে যে ভয়টা আমরা পাই, কথা দিচ্ছি- এই মুভি থেকে প্রাপ্ত ভয়টা..... সেই ভয় থেকে সম্পূর্ণ বিপরীত। ভয় আর অস্বস্তির মাঝখানের অপরিচিত এক জগতে প্রবেশ করবেন আপনি... হঠাত করেই হয়তো রুমে কোন কিছুর উপস্থিতিও অনুভব করবেন বেশ শক্তভাবে... বেশ কয়েক রাত ভয়ানক সব দুঃস্বপ্ন হয়তো তারা করে বেরাবে আপনাকে ***
সুতরাং, সিদ্ধান্ত আপনার... যদি দুর্বল চিত্তের হয়ে থাকেন তাহলে বাদ দিন। আর যদি নিজের আত্মারাম কে খাঁচা থেকে কিছুক্ষনের জন্য বের হয়ে ঘোরাঘুরির সুযোগ দিতে চান তাহলে মাঝরাতে সব আলো নিভিয়ে দিয়ে সাউন্ড সিস্টেমে তেল মেরে (হেডফোন থাকলে ভলিউম বাড়িয়ে) বসে পড়ুন মুভিটি নিয়ে... আপনার সময়- বৃথা যাবে না...
শেষ করার আগে মুভিটি নিয়ে যে দুটি ভয়ানক তথ্য না দিলে ভয়টা পরিপূর্ণ হবেনা- ১) মুভিগুলোর প্রত্যেকটার কাহিনী- বাস্তব ঘটনার আলোকে নির্মিত। ২) মুভিতে জিনদের যে ভয়েস ব্যাবহার করা হয়েছে- তা বিভিন্ন আর্কাইভস থেকে সংগ্রহ করা জিনদের সত্যিকারের ভয়েস।
বি. দ্র - উপরের তথ্যগুলা কালেক্টেট ( অনেকের আগ্রহ দেখেই পোস্টটা করা )
Part -1 D@bbe (2006) IMDB Rating: 5.1/10 Link - http://bit.ly/2hBzXAm (টরেন্ট) - http://bit.ly/2oMVauT সাবটাইটেল (বাংলা) - http://bit.ly/1S1KpHu (ইংরেজী) -http://bit.ly/1sBhENk ------------http://bit.ly/1U8tCKv
Part 2 D@bbe 2 (2009) IMDB Rating - 4.6/10 Link -http://bit.ly/1PnHXvf (টরেন্ট)-http://bit.ly/2nMm457
Part - 3 Dabbe: Bir Cin Vakasi (2012) IMDB Rating: 6.4/10 Link - http://bit.ly/2aTP4zk (টরেন্ট)-http://bit.ly/2nkKQZj সাবটাইটেল (বাংলা) - http://bit.ly/1Udn2z6 (ইংরেজী) - http://bit.ly/1VU6QoT
Part - 4 Dabbe: Cin Çarpmasi (2013) IMDB Rating: 7.1/10 Link - http://bit.ly/1Ymqhr2 (টরেন্ট)-http://bit.ly/2hpIcPF সাবটাইটেল (বাংলা) - http://bit.ly/21hfgX9 ------------------------ http://bit.ly/1rkJagD (ইংরেজী) - http://bit.ly/1UMECak ------------ http://bit.ly/28vZ8X3
Part - 5 Dabbe: Zehr-i Cin (2014) IMDB Rating: 6.3/10 Link - http://bit.ly/1tlneDo (টরেন্ট)- http://bit.ly/2gEuBEG সাবটাইটেল (বাংলা) - http://bit.ly/1UprGvi (ইংরেজী) - http://bit.ly/1XQSzeF ------------ http://bit.ly/1U8tH0K
Part - 6 Dabbe (Dab6e) (2015) IMDB Rating: 6/10 Link - http://bit.ly/2pcLJB4 (টরেন্ট) - http://bit.ly/2nvVU69 (৩ জিবি) সাবটাইটেল (ইংরেজী) - http://bit.ly/1VvPrDm
********এগুলা সব তুর্কিস ভাষায় আছে, এগুলার ডাব, নারিকেল, ছিরা কিছুই নাই !! দেখতে হলে অরজিনাল দেখুন

Post Credite

2 comments:

Powered by Blogger.